'শিক্ষার্থীদের মেধাবী হিসেবে প্রতিষ্ঠা পেতে মাদক থেকে দূরে থাকতে হবে'

'শিক্ষার্থীদের মেধাবী হিসেবে প্রতিষ্ঠা পেতে মাদক থেকে দূরে থাকতে হবে'
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শিক্ষার্থীরা যদি নিজেদের মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাহলে মাদক থেকে দূরে থাকতে হবে।  
শনিবার ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক গ্রহণ শুধু নিজেকে নয় দেশকেও মেধাশূন্য করবে। এ ব্যাপারে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। সন্তান কোথায় কি করছে তা খোঁজ রাখতে হবে।  
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে নারী শিক্ষার বিশেষ ভূমিকা রয়েছে। এদেশের একটি বৃহৎ অংশ নারী। সেদিক চিন্তা করে দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। নারীরা নিজেকে শিক্ষিত ও দক্ষ জনশক্তি রূপে গড়ে তুলে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। তাই প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কথা চিন্তা করে দেশে নারী শিক্ষায় বিশেষ নজর দিয়েছেন।  

 
Sponsored by Revcontent

Comments

Popular posts from this blog

Charlie Gard hospice move approved

Trump blasts Senate rules in Saturday morning tweets

Hamburg supermarket attacker 'was known Islamist'